কামরুজ্জামান সোহেল।
দীর্ঘদিন পর হলেও ফরিদপুরবাসীর মুখ উজ্জ্বল করলেন সাইফ দোহা। দীর্ঘ কয়েক বছর ধরে ফরিদপুর জেলার ক্রীড়াঙ্গনে তেমন কোন সাফল্য আসছিল না। তবে সেই আপেক্ষ কিছুটা হলেও মিটিয়েছেন ফরিদপুরের কৃতি সন্তান, পূর্বখাবাসপুর নিবাসী সাইফ দোহা। সাইফ দোহা কোন প্রতিযোগীতায় চ্যাম্পীয়ন হননি ঠিক, কিন্তু দেশ সেরা রেফারী নির্বাচিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তরুন বয়সে সাইফ দোহা যে সম্মান অর্জন করেছেন তা বিরল। এ অল্প বয়সে কেউ দেশ সেরা রেফারী নির্বাচিত হননি কখনো। সাইফ দোহা প্রথমবার এ কৃতিত্ব অর্জন করেন। এ বছর বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টে নিভূল ও সফল ভাবে পরিচালনা করায় টুর্নামেন্ট সেরা রেফারী নির্বাচিত হন।
গত সোমবার টুর্নামেন্টে ফাইনাল শেষে সাইফ দোহার হাতে দেশসেরা রেফারীর পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের আয়োজক কমিটি। সাইফ দোহার অসামান্য এ অর্জনে ফরিদপুরের ক্রীড়াপ্রেমী মানুষেরা তাকে অভিনন্দন জানিয়েছেন। সাইফ দোহা ফরিদপুর শহরের পূর্বখাবাসপুর মহল্লা নিবাসী, জাতীয় ফুটবল দলের সাবেক জনপ্রিয় কোচ সামসুদ্দোহা চাদ এর একমাত্র পুত্র।