সালথা প্রতিনিধি।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সালথা উপজেলা যুবলীগের উদ্যোগে শনিবার বিকাল ৪টার দিকে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা যুবলীগ সভাপতি খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া,সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল।
এ সময় সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদ বাদল হোসেন, যুবলীগ নেতা মামুন মিয়া ও সোহেল মাহমুদসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।