6 Magh 1428 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২০ জানুয়ারী ২০২২
Home » ফরিদপুরের সংবাদ » ফরিদপুর সদর » ফরিদপুরে সাংবাদিকদের মানববন্ধন

ফরিদপুরে সাংবাদিকদের মানববন্ধন

বিশেষ প্রতিবেদক।
ফরিদপুর প্রেসক্লাবের বর্তমান কমিটির অগঠনতান্ত্রিক কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা। আজ সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, সাংবাদিক গোলাম মোঃ নাসির, আশিষ পোদ্দার বিমান, আনোয়ার জাহিদ, কামরুজ্জামান সোহেল প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ আজিজ, শাহাদাত হোসেন তিতু, জাকির হোসেন, সেলিম মোল্যা, সুজাউজ্জামান জুয়েল, সেবানন্দ বিশ^াস, এস এম মনিরুজ্জামান, সুমন ইসলামসহ প্রেসক্লাবের সদস্যরা। বক্তারা এসময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নানা অবৈধ কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, অবৈধভাবে যাদের ভোটার করাা হয়েছে তাদের বাদ দেওয়া না হলে আগামীতে কঠোর কর্মসূচি প্রদান করা হবে। পরে জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুন...

ফরিদপুরে বীরঙ্গনা, মুক্তিযোদ্ধা ও দুঃস্থদের বিনামুল্যে চিকিৎসা সেবা

কন্ঠ রিপোর্ট # ফরিদপুরে বীরঙ্গনা, মুক্তিযোদ্ধা ও দুঃস্থ-অসহায়দের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ‘১৯৭১ আমরা …

ফরিদপুরে ফোরাম-৮৬ বুয়েট এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

কন্ঠ রিপোর্ট। ফরিদপুরে ফোরাম-৮৬ বুয়েট এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সারাদেশব্যাপী শীতার্তদের …