30 Srabon 1429 বঙ্গাব্দ সোমবার ১৫ অগাস্ট ২০২২
Home » ফরিদপুরের সংবাদ » ফরিদপুর সদর » ফরিদপুরে সাংবাদিকদের মানববন্ধন

ফরিদপুরে সাংবাদিকদের মানববন্ধন

বিশেষ প্রতিবেদক।
ফরিদপুর প্রেসক্লাবের বর্তমান কমিটির অগঠনতান্ত্রিক কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা। আজ সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, সাংবাদিক গোলাম মোঃ নাসির, আশিষ পোদ্দার বিমান, আনোয়ার জাহিদ, কামরুজ্জামান সোহেল প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ আজিজ, শাহাদাত হোসেন তিতু, জাকির হোসেন, সেলিম মোল্যা, সুজাউজ্জামান জুয়েল, সেবানন্দ বিশ^াস, এস এম মনিরুজ্জামান, সুমন ইসলামসহ প্রেসক্লাবের সদস্যরা। বক্তারা এসময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নানা অবৈধ কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, অবৈধভাবে যাদের ভোটার করাা হয়েছে তাদের বাদ দেওয়া না হলে আগামীতে কঠোর কর্মসূচি প্রদান করা হবে। পরে জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুন...

বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্ম বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন

সোহাগ জামান। বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বৃক্ষরোপন করা হয়েছে। আজ …

ফরিদপুরে এফএনবি’র সভাপতি আশরাফুল হাসান-সম্পাদক সাব্বির

কামরুজ্জামান সোহেল। এনজিও ফেডারেশন বাংলাদেশ (এফএনবি) ফরিদপুর জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের …