তাঁর আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল কলকাতা নাইট রাইডার্স দিয়ে। ২০১১ থেকে ২০১৭ আইপিএল পর্যন্ত সেখানেই ছিলেন। ছয় মৌসুমে দুইবার আইপিএল জিতেছেন সাকিব আল হাসান। কিন্তু ২০১৮ আইপিএলে সে সম্পর্কে ছেদ ঘটে। কলকাতা তাঁকে ছেড়ে দেওয়ার পর সানরাইজার্স হায়দরাবাদ লুফে নেয় তাঁকে। দুই মৌসুম সেখানে খেলার পর গত মৌসুম ছিলেন না সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পরই আবার আইপিএলে দেখা যাবে সাকিবকে। পুরোনো দল কলকাতাই কিনেছে তাঁকে।
আজ আইপিএলের নিলামে আজ সাকিবকে ৩ কোটি ২০ লাখ রূপিতে কিনেছে কলকাতা। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি। নিলামে তাঁকে প্রথমে ডাকে কলকাতা। এরপর তাঁকে পাওয়ার চেষ্টা করে পাঞ্জাব কিংস (আগের কিংস ইলেভেন পাঞ্জাব)। কিছুক্ষণ টানাটানির পর ৩ কোটি ২০ লাখ রুপি দাম ওঠার পর হাল ছেড়ে দেয় পাঞ্জাব।