বিশেষ প্রতিবেদক
ফরিদপুরে স্বপ্ন’র ৩১৮ তম আউটলেট উদ্বোধন করা হয়েছে। শহরের বাণিজ্যিক এলাকা হিসাবে পরিচিত আলীপুরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত এস এ মান্নান শপিং কমপ্লেক্স এ আ্উটলেটের উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী জাহিদুল আলম, জোনাল ম্যানেজার ফরিদপুর এবং বরিশাল বিভাগ (স্বপ্ন- এসিআই) হাসান মাতুবর ডেপুটি ম্যানেজার ফরিদপুর & খুলনা (স্বপ্ন- এসিআই), ফরিদপুর আলিপুর আউটলেট পার্টনার এমডি ফিরোজ উদ্দিন & এম মুরাদ রহমান, অরণ্য আউটলেটের ল্যান্ড লড- এস এম সাহিদ হোসেন। কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার স্লোগানে স্বপ্ন, মানুষের চাহিদা পূরণের জন্য স্বল্প মূল্যে এবং বিশাল মূল্য ছার এবং অনেক অনেক অফার নিয়ে আলিপুরে পথ চলা শুরু বলে জানান স্বপ্ন’র কর্ম কর্তারা। তারা জানান,বিভিন্ন মোবাইল এবং ব্যাংকিং পেমেন্ট এ ১০-২০% ক্যাশব্যাক রয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন বিশাল মূল্য ছাড়। আরো আছে অর্ধেক দামে পণ্য একটা কিনলে একটা ফ্রি। বাজারে ভেজাল /নকল পণ্যের চেয়ে স্বপ্নে পাওয়া যাবে ১০০% অরজিনাল পণ্য, এবং দেশি-বিদেশি কসমেটিক্স। আরো সুবিধা রয়েছে ফ্রি হোম ডেলিভারী। হাউজ হোল্ড পণ্য, মুদীপণ্য, বেশি-বিদেশি কসমেটিক্স, পোশাক, ফলমূল, বেবি ফুড অ্যান্ড ডাইপার।