ফরিদপুর সদর

স্কুলের নিরাপত্তা কর্মী নিয়োগের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

কন্ঠ রিপোর্ট। ফরিদপুর নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী হিসেবে আগ্রহী প্রার্থীগনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মোঃ মজিবর বিশ্বাস,ফিরোজ বিশ্বাস,মমিন মন্ডল , মোঃ মিঠুসহ নিরাপত্তা কর্মী আগ্রহী প্রার্থী নজরুল বিশ্বাস, দেলোয়ার শেখ, রিয়াজ বিশ্বাস, এনামুল বিশ্বাস প্রমুখ।
এসময় বক্তরা অভিযোগ বলেন, ম্যানেজিং কমিটির সভাপতিসহ কমিটির সদস্যরা প্রার্থী ফারুক শেখের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে তাকে গতকাল ৫ সেপ্টেম্বর শনিবার রাতে নিরাপত্তা কর্মী হিসেবে সিলেক্ট করে রাখে। যার কারনে ৫ জন প্রার্থী পরিক্ষা বর্জন করে। এসময় বক্তারা আরো বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা প্রার্থী ফারুক শেখের পক্ষ হয়ে আরো ৩ জন নিরাপত্তা কর্মী হিসেবে আবেদন করেন। যেন অন্য প্রার্থীরা পরিক্ষা বর্জন করলেও বাকি ৪জন পরিক্ষা দিয়ে সভাপতির পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিতে পারে। এদিকে নিয়োগ অনিয়মের খবর পেয়ে নগরকান্দা উপজেলার সহকারী কমিশনা ভুমি আহসান মাহমুদ রাসেল ও নগরকান্দা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সেহেল রানা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সকাল সাড়ে ১১ টায় ম্যানেজিং কমিটির কাছে নিয়োগের সময় ও প্রশ্নের বিষয়ে জানতে চাইলে তারা বলেন পরিক্ষার সময় সকাল ১১ টায়। এবং পরিক্ষার প্রশ্ন এখনও করা হয়নি। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে উপস্থিত আবেদনকারী ৫ নিরাপত্তা কর্মী পরিক্ষা বর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *