সোহাগ জামান।
ফরিদপুর জেলা ডিবি পুলিশের অভিযানে আটক হয়েছে ডাকাত দলের দুই সদস্য। রবিবার ভোর ৫ টার দিকে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরতলির সিএন্ডবি ঘাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত ডাকাত মিন্টু সরদার (৩৪), জেলার নগরকান্দার বাসিন্দা ও হানিফ প্রামানিক (৩৫) সদরপুরের বাসিন্দা। ফরিদপুর ডিবি পুলিশের ওসি সুনিল কুমার কর্মকার জানান, আটককৃত দুই ডাকাতের বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ অসংখ্য মামলা রয়েছে। আটককৃত দুই ডাকাতের সহযোগী হিসাবে যারা রয়েছেন তাদের আটকের চেষ্টা চলছে।
