সালথা প্রতিনিধি #
ভারতে মুসলিম নির্যাতন, গণহত্যা, মসজিদ ভাংচুর ও অগ্নিসংযোগ, এবং নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলা সদর বাজার জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন উপজেলা হেফাজত ইসলাম ও সমমাননার ইসলামী দল সমূহ।
মাওলানা মোঃ জহুরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্যে রাখেন, মাওলানা মোঃ নিজাম উদ্দিন, হাফেজ মোঃ মোস্তফা কামাল, মুফতী মোঃ মফিজুর রহমান, মুফতী মোঃ ইমরান হুসাইন, মাওলানা মোঃ ওলি উল্লাহ, মাওলানা মোঃ জিন্নাতুল ইসলাম, হাফেজ মোঃ জিকুরুল্লাহ প্রমূখ।
এসময় বক্তারা ভারতে সহিংসতায় জড়িতদের আন্তর্জাতিকভাবে বিচারের আওতায় আনার দাবী জানান।
