আবু নাছের হুসাইন #
ফরিদপুরের সালথায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলায় অভিযুক্ত জহির মোল্যা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত জহির যশোর জেলার কোতয়ালী থানার বলরামপুর পশ্চিমপাড়া গ্রামের ইসমাইল মোল্যার ছেলে। বর্তমানে সে সালথা উপজেলার যদুনন্দী গ্রামে বসবাস করে।
পুলিশ জানায়, বুদ্ধিপ্রতিবন্ধী ১৪ বছরের কিশোরীকে লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে জহির ধর্ষন করে আসছে। ধর্ষিত কিশোরীর ভাষ্যমতে তার পেটে বাচ্চা রয়েছে। এঘটনায় ধর্ষিত বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর বাবা সালথা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে পুলিশের একটি টিম রবিবার রাত আনুমানিক ১টার দিকে যদুনন্দী গ্রাম থেকে অভিযুক্ত আসামী জহির মোল্যাকে গ্রেফতার করে। অভিযুক্ত আসামী জহির তার বউকে নিয়ে কয়েক বছর ধরে যদুনন্দী গ্রামে বসবাস করছে। জহির কাঠমিস্ত্রির কাজ করে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গ্রেফতারকৃত আসামী জহিরকে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিম কিশোরীকে মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
