কন্ঠ রিপোর্ট। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য ফরিদপুর ১, আমিন জুয়েলার্সের কর্নধার আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ ছেলে আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি কাজী আমিনুল ইসলামের মৃত্যুতে ফরিদপুর ১ আসনের সর্বস্তরের জনগন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার সকাল ৬:৩০ মিঃ আনোয়ার খান মডার্ন হসপিটাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি নিউমোনিয়া আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ফরিদপুর ১ আসনের সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অনেকে। মরহুমের জানাযার নামাজ বনানী মসজিদে বাদ যোহর অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে বনানী কবর স্থানে দাফন করা হবে।
