ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন জনের দখলকৃত সরকারি জায়গা দখলমুক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু। আর সেখানে নানা রকম ফলজ, বনজ ও সৌন্দর্য বর্ধক বৃক্ষ রোপণ করে প্রশংসা কুড়াচ্ছেন উপজেলা বাসীর কাছ থেকে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পৌরসভার মেয়র ও সাংবাদিকদের সাথে নিয়ে উপজেলার ভুমি অফিস সংলগ্ন সড়কের পাশে সৌন্দর্য বর্ধক বেশ কিছু বৃক্ষ রোপণ করেন। ইউএনওর এ ব্যতিক্রমী উদ্যোগ দেখে তার ভুয়সী প্রশংসা করেছেন স্থানীয়রা।
বৃক্ষ রোপণ শেষে ইউএনও এস এম ইমাম রাজি টুলু সাংবাদিকদের বলেন, আমি এ উপজেলায় যোগাদানের পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশকিছু সরকারি জায়গা দখলমুক্ত করেছি। আর এগুলো যাতে পুনরায় কেউ দখল করতে না পারে সে জন্য আমি এ ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছি।
উপজেলা প্রশাসনের রোপকৃত এসব গাছ থেকে যেমন আমরা পর্যাপ্ত অক্সিজেন পাবো এবং সাথে উপজেলার সৌন্দর্য বর্ধনেও গাছগুলো বিশেষ ভুমিকা রাখবে। আমার এ কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে।