সদরপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল (প্রসিকিউটর) সৈয়দ হায়দার আলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার দুপুরে তিনি তার গ্রামের বাড়ি সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর জয়বাংলা এলাকায় যাওয়ার পথে উপজেলা চত্তরে পৌছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
