প্রভাত কুমার সাহা, সদরপুর # মাইক্রোবাস চালক সিরাজ বেপারী তার কলেজ ছাত্র ছেলের আবদার মেটাতে গিয়ে কিনে দেন দামী একটি মোটর সাইকেল। আর সেই মোটর সাইকেল চালাতে গিয়ে প্রান গেল কলেজ ছাত্র তারেক বেপারীর । মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সদরপুরের চন্দ্রপাড়া সড়কে। স্থানীয়রা জানান, সোমবার সকালে সদরপুর সরকারী কলেজের একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী তারেক বেপারী তার নতুন আরওয়ান মোটর সাইকেলটি নিয়ে বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চন্দ্রপাড়া সড়কের জরিনার কুম এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাইলেই নিহত হয় তারেক বেপারী। এ ঘটনায় মারাত্বক ভাবে আহত হয় ইজিবাইকের চালকসহ ৫ যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। নিহত তারেক রেপারীর বাবা মাইক্রোবাস চালক সিরাজ বেপারী জানান, দীর্ঘদিন ধরে তার কলেজ পড়–য়া একমাত্র ছেলে মোটর সাইকেলের জন্য আবদার করে আসছিল। কিন্তু তিনি কোন মতেই তা কিনে দিতে রাজী হননি। কিন্তু ছেলের জেদের কাছে হার মানতে হয় তাকে। ছেলের সখের মোটর সাইকেলের জন্যই প্রানগেল তার ছেলের এ বলেই হাউমাউ করে কাঁদতে থাকেন তিনি। কলেজ ছাত্র তারেক বেপারী নিহত হওয়ায় ঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
