সদরপুর

সদরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি জবর দখল প্রতিবাদে মানববন্ধন

কন্ঠ রিপোর্ট।
ফরিদপুর জেলার সদরপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়াগেছে। উপজেলার আটকেরচর ইউনিয়নের মণিকোঠা বাজারে মোঃ জাহাঙ্গীর আলম নামক সাবেক এক ইউপি সদস্য কর্তৃক এ দখলবাজির ঘটনায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে এলাকার সকল মুক্তিযোদ্ধা ও নিরীহ সাধারণ মানুষের মধ্যে। তারা ঐ সম্পত্তি পূণরোদ্ধার ও অভিযুক্তের বিচারের দাবীতে বুধবার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছেন| জানাযায়, উক্ত মণিকোঠা বাজার সংলগ্ন কৃষ্ণমঙ্গলের ডাঙ্গী মৌজার ৩৮ নং দাগের প্রায় ১ শতক জমির ক্রয়সূত্রে মালিক হন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোঃআজিজার বরকন্তাজের মেয়ে আসমা বেগম ও তার স্বামী মোঃ শফিক সিকদার। প্রায় ২০ বছর আগে তারা মোঃ নুরুল ইসলাম নামক এক ব্যাক্তির কাছ থেকে জায়গাটুকু ক্রয় করে সেখানে একটি একতলা ভবণ নির্মাণ করেন। এরপর ভবণটি ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন মেয়াদে ব্যাবসা পরিচালনা করেন এলাকার একাধীক ব্যাক্তি। এরই ধারাহিকতায় সর্বশেষ ভাড়াটিয়া ছিলেন স্থানীয় হাফিজের ডাঙ্গী এলাকার সাবেক ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম। সেখানে তিনি চাউল,কুড়া,ভূষির ব্যাবসা করছিলেন। প্রায় ১০/১২ বছর আগে তাকে ভবণটি ভাড়া দিয়ে বিদেশ চলে যান মালিক শফিক সিকদার। এতিমধ্যে পেরিফেরীর মাধ্যমে জায়গাটি মণিকোঠা বাজারের আওতাভূক্ত হয়ে সরকারের খাস খতিয়ানে চলে যায়। ২০১৭ সালে শফিক সিকদার দেশে ফিরে জাহাঙ্গীরকে দোকান ছাড়তে বলেন। কিন্তু তিনি দোকান না ছেড়ে উল্টো নিজেই মালিক সেজে বসেন। শুরু হয় দ্বন্দ্ব-কলহ। এক পর্যায়ে শফিক এলাকাবাসীর সহযোগীতায় দেকানে তালা ঝুলিয়ে দেন। কিন্তু পরবর্তীতে সেই তালা ভেঙ্গে পাল্টা নতুন তালা ঝুলিয়ে পুনরায় ভবণের দখল নিজের কব্জায় নেন প্রভাবশালী দখলদার জাহাঙ্গীর আলম। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি তার অপদখলে রয়েছে বলে জানাগেছে। এদিকে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি জবর দখলের ঘটনায় এলাকার সকল মুক্তিযোদ্ধা ও সাধারণ নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা বুধবার বিকেলে মণিকোঠা বাজারে ভবণটির সামনে  মানববন্ধন ও মিছিল করে প্রতিষ্ঠানটি দখলমুক্ত করার ও অভিযুক্তের বিচার দাবী করেন। কয়েকশত জনতার এ কর্মসূচীতে ৫ বীরমুক্তিযোদ্ধা মোঃ আরজান আলী, আজিজার বরকন্তাজ,মোঃ ইদ্রিস আলী,মতিউর রহমান,মোঃ ফকরুজ্জামান সহ কাশেম সিকদার,হারুনুর রশিদ ও আঃ মান্নান প্রমুখ বক্তব্য রাখেন। জানতে চাইলে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন,জায়গাটি আমার রেকর্ডিয় সম্পত্তি। বরং আমার জায়গাতে তারা অবৈধভাবে ঘর তুলেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *