প্রভাত কুমার সাহা, সদরপুর #
ফরিদপুরের সদরপুর উপজেলা সদর বাজারে বুধবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৮টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক ভাবে ক্ষতির পরিমান ৫ কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। সদরপুর ও ভাংগা থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, স্থানীয় লোকজন, থানা পুলিশের সহযোগীতায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়নন্ত্রনে আনে। আগুন নেভাতে গিয়ে সংবাদিক মোশাররফ হোসেন পারভেজসহ ৫ জন আহত হয়েছে। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, রাত সোয়া ১টার দিকে বাজারের রাজিব কস্মেটিক্সের দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কির্টের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে গফফার ক্লোথ ষ্টোর, বর্নিক কসমেটিক্সসসহ ৭টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে এবং পাশ^বর্তী টিপু সুলতান মার্কেটের বাঁধন ফ্যাশন হাউসের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে সদরপুর ভাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভালেও ৮টি দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টার কারনে বাজারের কয়েকশ দোকান আগুনের হাত থেকে রক্ষা পায়। বাজারের আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল, সদরপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ^াস দেন।
