প্রভাত কুমার সাহা, সদরপুর।
ফরিদপুরের সদরপুরে পদ্মা-আড়িয়াল খাঁ পয়েন্টে রবিবার বন্যার পানি ১ সে.মি. কমলেও বিপদ সীমার ১০৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবু এহসান মিয়া জানান, বন্যায় এ পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ১১ হাজার ৫শ ৬৬টি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এছাড়া ৪৬ হাজার ২শত ৬৫ জন ক্ষতিগ্রস্থ হয়েছে। বেশ কয়েকটি ইউনিয়নের ১২শ ৮ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যা কবলিত এলাকায় নলকূপ ডুবে যাওয়ার কারণে বিশুদ্ধ পানির পাশাপাশি গো খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকায় অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের জন্য গরু-ছাগল নিয়ে স্কুল, উচু রাস্তায় ও বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্র্তা পূরবী গোলদার জানান, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা প্রশাসকের নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বন্যা কবলিত পরিবার গুলোর মধ্যে চাল ও শুকনো খাবার বিতরন করা হচ্ছে। এ ত্রান বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।
