প্রভাত কুমার সাহা, সদরপুর (ফরিদপুর) #
ফরিদপুরের সদরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরন বিতরন করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ উপকরন বিতরন করা হয়। বুধবার সদরপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পুরবী গোলদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মালেক, সহকারী শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ দত্ত, ওয়াহিদ খান, মোঃ আলমগীর, তপন কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।
