প্রভাত কুমার সাহা, সদরপুর।
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুরে স্কুল শিক্ষককে মাদক মামলার ভয় দেখিয়ে চাঁদা নেওয়ার সময় দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে এলাকাবাসি। পরে তাদের সদরপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। আটককৃত ভুয়া নামধারী ডিবি পুলিশ সদস্যরা হলো ফরিদপুর সদর উপজেলার দেওড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র বিশ^াসের পুত্র মৃদুল অধিকারি (৩২) এবং ফরিদপুর পৌরসভার গোয়ালচামট এলাকার তাহের বিশ^াসের পুত্র ফরিদ বিশ^াস (৪১)। বিপুল বিশ্বাস নামের অপর এক ব্যক্তি পালিয়ে যায়। স্থানীয়রা জানান, শুক্রবার (২৮মে) বিকেল সাড়ে ৪টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম সাকিনের স্কুল শিক্ষক তৈহিদুল ইসলামের পকেটে ইয়াবা ঢুকিয়ে ভয়-ভীতি দেখিয়ে ৬০ হাজার টাকা নিয়ে যায় ডিবি পরিচয় দেয়া ব্যক্তিরা। পরে এলাকবাসির সন্দেহ হলে কৃষ্ণপুর বাজারে গিয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তাদের ভুয়া ডিবি পুলিশ বলে চিহ্নিত করে এলাকাবাসি সদরপুর থানায় খবর দেন। খবর পেয়ে সদরপুর থানার এসআই সঞ্জয় কুমার বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের সাথে কথা হলে তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
