প্রভাত কুমার সাহা, সদরপুর #
ফরিদপুরের সদরপুর উপজেলার বানিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত সাড়ে সাতরশি বাজারে শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাজারের খোকন সাহার মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফরিদপুর ও ভাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে বাজারের মিষ্টির দোকান, স্বর্নের দোকান, ঔষধের দোকান, ষ্টেশনারীসহ ২৫টি দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়। আগুনে পুড়ে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান। সকালে ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সার্বিক সহযোগীতার কথা জানান সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার।
