ফরিদপুর কন্ঠ রিপোর্ট।
ফরিদপুরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর বিজয় দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে গোয়ালচামট শহীদ স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। সেখানে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মহান বিজয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সভাপতি ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সত্যজিৎ মুখার্জি, জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুল হক রিঙ্কু, শহর শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম মামুন, ছাত্রনেতা নিতীশ সাহা, মোহাম্মদ আনোয়ার, মুকুল , মোঃ রাসেল, বিপ্লব কুমার শীল, ও সুমন রায় এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।