ফরিদপুর সদর

শহীদ মুক্তিযোদ্ধা কবির বেপারীর স্মরনসভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান #

২৭ অক্টোবর ছিল ফরিদপুরের চরমাধবদিয়া গনহত্যা দিবস। মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে এদেশীর রাজাকারদের সহযোগীতায় পাক আর্মিরা সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে হামলা চালায়। এসময় বাড়ীঘরে আগুন দেবার পাশাপাশি চরমাধবদিয়াসহ বিভিন্ন স্থান থেকে ধরে নিয়ে আসা নিরিহ ১৪ জনকে নির্মমভাবে হত্যা করে। মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বেপারী জানান, ১৯৭১ সালের ২৭ অক্টোবর পাকবাহিনী দুপুরের দিকে চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁর হাট এলাকায় আসে। সেদিন ছিল হাটবার। পাকবাহিনী বিভিন্ন স্থান থেকে ধরে আনা ১৪ জনকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। পাকবাহিনীর হাতে শহীদ হন চরমাধবদিয়া গ্রামের বেশ কয়েকজন। তিনি বলেন, দীর্ঘদিন অতিবাহিত হলেও শহীদ পরিবার গুলো সরকারী তরফ থেকে পায়নি কোন সহযোগীতা। শহীদদের স্মরনে সেখানে গড়ে উঠেনি কোন স্মৃতিস্তম্ভ। প্রতি বছরের মতো এবারও দিনটিকে স্মরন করতে আয়োজন করা হয়েছিল মিলাদ মাহফিল, দোয়া, স্মরন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শহীদ কবির স্মৃতি সংসদের আয়োজনে এবং মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শামসুল হক ভোলা মাষ্টার। শহীদ কবির স্মৃতি সংসদের সভাপতিআব্দুর রহমান বেপারী ও সাধারন সম্পাদক মোঃ ইদ্রিস আলী শেখের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবিরবাগ পৌর মহিলা কলেজের অধ্যক্ষ, মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ (ইলাজুদ্দীন), সোনালী ব্যাংক লিঃ ফরিদপুরের সাবেক ডিজিএম মোঃ সামসুল হক, মাছরাঙা লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম মোল্লা, শহীদ কবির বেপারীর বড় ভাই মোঃ আলাউদ্দিন বেপারী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোটেক আউয়াল হাসান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *