মেহেদী কবির সুমন।
ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি বাস স্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে ৬২৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে মাদক বহনকৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। ফরিদপুর র্যাব-৮ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে র্যাবের একটি দল মাঝকান্দি বাস স্ট্যান্ডের কাছে চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেটকার থেকে আটক করা হয় ভাঙা উপজেলার চুমুরদি এলাকার সফিকুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী মিঠু মিয়া (২৬) ও ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃত জলিল শেখের ছেলে নুর ইসলাম (২০) কে। এসময় প্রাইভেট কারে তল্লাসী চালিয়ে ৬২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রাইভেটকার। র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে তারা প্রাইভেটকার যোগে ফেনসিডিল এনে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় তা বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
