সোহাগ জামান #
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের প্রধান মোঃ জুয়েল হোসেন (২৫) কে আটক করেছে। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানা এলাকার রমজান মাতুব্বর পাড়াস্থ জমিদার ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে শুক্রবার বিকেলে ফরিদপুর র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে জুয়েলকে আটক করা হয়। জুয়েল একদন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। ফেসবুক-এ মাহবুব তালুকদার নামে পেইজ খুলে বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া রেজাল্ট পরিবর্তন এবং পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করে অর্থ হাতিয়ে নিতো। ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষার সময় একই ভাবে টাকা হাতিয়ে নেবার অভিযোগে সে আটক হয়েছিল। আটককৃত জুয়েলের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানীর একাধিক সিম উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ থানায় মামলা হয়েছে।
