সোহাগ জামান
ফরিদপুরের মধুখালী উপজেলার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকারসহ হুমায়ুন কবির নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর নাজমুছ সাকিব জানান, সোমবার রাতে টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিক্তিতে রেলগেট এলাকা থেকে একটি প্রাইভেটকারে তল্লাসী চালানো হয়। এসময় প্রাইভেটকারের ভেতর থেকে নিষিদ্ধ ভারতীয় ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিল বহনের দায়ে হুমায়ুন কবির (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত হুমায়ুন কবিরের বাড়ী সাতক্ষিরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামে। ফেনসিডিল পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। র্যাব জানায়, আটককৃত আসামী দীর্ঘদিন ধরে যশোর ও সাতক্ষিরা এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। আটককৃত হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। জব্দকৃত ফেনসিডিল, প্রাইভেটকারসহ হুমায়ুন কবিরকে মধুখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
