সাজিদ হোসেন, রাজবাড়ী # রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুরের ডুবা এলাকা থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ডুবা এলাকায় লাশটি ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী লাশ উদ্ধারের সংবাদ নিাশ্চিত করে জানান, লাশটি রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। তবে, অর্ধগলিত হওয়ার কারণে লাশটি চেহারা বিকৃত হয়ে গেছে।
