অপরাধ রাজবাড়ী

রাজবাড়ীতে ৬ষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষন, ধর্ষক আটক

রাজবাড়ী পতিনিধি #

রাজবাড়ীর বালিয়াকান্দিতে টাকার লোভ দেখিয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। শনিবার সকালে পুলিশ চিত্ত প্রামানিক ওরফে চিত্ত রঞ্জন (৪৫) নামের ঐ ধর্ষককে গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানান, বালিকায়ান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাইকুড়ি গ্রামের মৃত জগনাথ প্রামানিকের ছেলে চিত্ত প্রামানিক ওরফে চিত্ত রঞ্জন স্কুল ছাত্রীকে বিভিন্ন সময় টাকার লোভ দেখিয়ে শরীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিল। গত দশ দিন আগে বাড়ীর দক্ষিণ পাশে মেহগনি বাগানের মধ্যে ডেকে নিয়ে ঐ শিক্ষার্থীকে ধর্ষন করে। বিষয়টি কাউকে বললে তাকে মেরে ফেলা হবে এমন ভয় দেখালে স্কুল ছাত্রী বিষয়টি কাউকে জানাতে সাহস পায়নি। পরবর্তীতে ঐ লম্পট পুনরায় ধর্ষনের সুযোগ খুঁজতে থাকে এবং তাকে টাকার লোভ দেখিয়ে আবার ধর্ষনের চেষ্টা করে। একপর্যায়ে ছাত্রীটি তারা বাবা-মাকে বিষয়টি জানায়।
ওই ছাত্রীর পিতা জানান, তার ষষ্ঠ শ্রেণীতে পড়–য়া মেয়েকে কু-প্রস্তাব দেওয়াসহ ধর্ষনের বিষয়টি জানার পর শনিবার সকালে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন।
বালিয়াকান্দি থানা পুলিশ জানায়, ৬ষ্ট শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের বিষয়টি জানার পরই অভিযান চালিয়ে ধর্ষক চিত্ত প্রামানিক ওরফে চিত্ত রঞ্জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় অভিযোগের ভিত্তিতে ধর্ষককে গ্রেপ্তার করা হয়। ধর্ষিতা স্কুল ছাত্রীকে মেডিক্যাল চেক-আপের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *