রাজবাড়ী প্রতিনিধি #
রাজবাড়ীতে ৪০ মন ভেজাল গুড় ও ৭ টিন টেক্সটাইল কালার জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। অভিযানকালে ভেজাল গুড় তৈরীর মালিক মোঃ খালেক মন্ডলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর লক্ষিকোল গ্রামে মোঃ খালেক মোল্লা তার নিজ বাড়িতে আসন্ন রমজান উপলক্ষে অধিক মুনাফা লাভের আশায় বিভিন্ন দ্রব্য মিশিয়ে আখের গুড় তৈরী করে বাজারে বিক্রি করতে ভেজাল গুড় প্রস্তুত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর তাদের ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ভেজাল গুড় তৈরীর উপকরন ৭টিন টেক্সটাইল রং, ডালডা, ঝোলাগুড়, চিনি ও চিটা গুড়, কেমিক্যাল হাইড্রোজ মিশিয়ে তৈরী ৪০ মন গুড় ও ৭টিন টেক্সটাইল কালার জব্দ করে। জব্দকৃত গুড় ও কালার পরবর্তীতে নষ্ট করে ফেলা হয়। জব্দকৃত গুড়ের মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।
এ অভিযান পরিচালনা করেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম, জেলা সেনেটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, পৌরসভা সেনেটারি ইন্সপেক্টর মোঃ বকুল।
