খায়রুজ্জামান সোহাগ #
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল রাজবাড়ী জেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ ও মানব দেহের জন্য ক্ষতির যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় আটক করা হয় শফিকুল ইসলাম (৪৮) নামের এক ব্যবসায়ীকে। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে রামকান্তপুর এলাকায় অভিযান চালানো হয়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট থেকে জানা যায় যে, আটককৃত আসামী একজন পেশাদার নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ গোপনে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ সামগ্রী বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধসহ আটককৃত আসামীকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
