সাজিদ হোসেন, রাজবাড়ী #
রাজবাড়ীতে ডিবি পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে মোহাম্মদ আলী (৩৮) নামের এক চরমপন্থি নেতা নিহত হয়েছে। মোহাম্মদ আলী পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার বলে জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কুটি পাচুরিয়া এলাকায় এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় ডিবি পুলিশের দুই কর্মকর্তাও আহত হয়েছে। রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ওসি কামাল হোসেন ভুইয়া জানান, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে রাত দেড়টার দিকে ডিবি পুলিশের একটি দল কুটি পাচুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আগে থেকে ওতপেতে থাকা চরমপন্থি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেবার পর চিকিৎসকেরা মোহাম্মদ আলীকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি দোনালা বন্ধুক, ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রাজবাড়ী জেলা পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি জানান, নিহত মোহাম্মদ আলীর বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। সে চরমপন্থি সংগঠন লাল পতাকার আঞ্চলিক কমান্ডার হিসাবে কাজ করতো। নিহত মোহাম্মদ আলীর বাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের দয়ালবন্ধু গ্রামে। তার পিতার নাম মোঃ ওহাব শেখ।
