সাজিদ হোসেন, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে শাহনাজ পারভীন (২৪) নামের এক যৌনকর্মী খুন হয়েছে। বৃহস্পতিবার রাতে রনি মোল্যা নামের এক খরিদ্দার শাহনাজকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় পুলিশ রনি মোল্যা (২২) কে আটক করেছে। আটককৃত রনির বাড়ী মানিকগঞ্জ জেলার হরিরামপুর গ্রামে। তার পিতার নাম শওকত মোল্যা।
স্থানীয়দের বরাত দিয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফি জানান, রাত নয়টার দিকে রনি মোল্যা নামের ঐ খরিদ্দার কল্পনা বাড়ীওয়ালীর বাড়ীতে থাকা শাহনাজের ঘরে যায়। কিছু সময় পর শাহনাজ চিৎকার শুরু করে। এসময় ঐ ঘর থেকে রনি দরজা খুলে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ধারালো অস্ত্রসহ রনিকে আটক করে। পতিতা পল্লীর অন্যান্য বাসিন্দারা শাহনাজের ঘরে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রুতই সেখান থেকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেবার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহনাজ পারভীন। ঘটনার কিছুসময় পর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধারালো ছুরিসহ রনি মোল্যাকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
