কন্ঠ রিপোর্ট । ফরিদপুর সদর উপজেলার ১নং ঈশান গোপালপুর কোতয়ালী থানা যুব সমাজের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ী, লুঙ্গি, চাল, ডাল, চিনি, সেমাই, লবনসহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। যুবলীগ নেতা মোঃ আলমাছ হোসাইনের পক্ষ থেকে বেশকিছু অসহায় দরিদ্র পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সোবহান মোল্যা, কোতয়ালী থানা আওয়ামী লীগের সদস্য শেখ জামাল উদ্দিন, ফরিদপুর জেলা যুবলীগের সদ্য ঘোষিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান তালুকদার শামীম, খান মোঃ শাহ সুলতান রাহাতসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। মোস্তাাফিজুর রহমান রাব্বির সঞ্চালনায় এ অনুষ্ঠানে হতদরিদ্র বেশ কিছু পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
