মিডিয়া সারাদেশ

যশোরে সাংবাদিক নোভা খন্দকারের ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুর কন্ঠ ডেক্স # যশোরে সাংবাদিক নোভা খন্দকারের ঝুলন্ত লাশ উদ্বার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি শহরের বজেপাড়া কবরস্থান এলাকার আহসান হাবীবের ছেলে। নিহতের পিতা আহসান হাবীব জানান, ভোরে ফজররে নামাজ পড়ার জন্য মসজিদে যায় নোভা। তার ফিরতে দেরি হওয়ায় তার বোন ঘর থেকে বের হন। পরে নির্মাণাধীন ঘরের পাশে নোভাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন তিনি।

কোতোয়ালি মডেল থানার এসআই শামীম জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে সকাল ১০টার দিকে নির্মাণাধীন ঘরে গলায় গামছা পেছানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

নোভা খন্দকাররে নাজ্জার হাবিব নামে ৭বছরের পুত্র সন্তান রয়েছে। সে পাবনায় মায়ের সাথে থেকে স্থানীয় স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। নোভার স্ত্রী শম্পা একটি মাইক্রোফাইন্যান্স কোম্পানিতে চাকরি করেন। তাই তিনি পাবনায় থাকেন।

নোভা খন্দকার দ্যা রিপোর্ট নামের একটি অনলাইনে কাজ করেন। দীর্ঘদিন ধরে তিনি বেকার রয়েছেন। তিনি সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক দপ্তর সম্পাদক।

নিহতের স্বজনরা জানান, সোমবার বাদ আছর নামাজে জানাজা শেষে বজেপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে নোভা খন্দকারের মৃত্যুতে শোক জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয় ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *