খায়রুজ্জামান সোহাগ #
ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পরানপুর গ্রাম থেকে হামেদ খা (৫২) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হামেদ খা পরানপুর গ্রামের মৃত মাছিম খাঁর পুত্র। নিহতের পরিবার জানিয়েছে প্রতিপক্ষের লোকজন হামেদকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
নিহতের পরিবার জানায়, সোমবার রাত ৯টার দিকে কে বা কারা হামেদকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ী ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন কোথাও তাকে খুঁজে পায়নি। মঙ্গলবার সকালে গ্রামের লোকজন বাড়ীর পাশের একটি মেহগনি বাগানের মধ্যে লাশটি দেখতে পায়। পরিবারের লোকজন বাগানে গিয়ে হামেদ খার লাশ পড়ে থাকতে দেখে। স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে। নিহতের মাথায় আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের স্ত্রী কমেলা খাতুন জানান, দুর্গা পূজার সময় হামেদের সাথে স্থানীয় প্রভাবশালী একটি মহলের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুইপক্ষের মাঝে চরম বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে হামেদকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবী করেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, পুলিশ হারেজের মেহগনি বাগান থেকে হামেদের লাশটি উদ্ধার করেছে। তিনি জানান, স্থানীয় দুই যুবক হাসান মন্ডল ও সোহানের সাথে কয়েকদিন আগে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পরানপুর এলাকার লোকজন দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সেই মারামারির ঘটনার সূত্র ধরে হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে। পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
