খেলাধুলা

মুশফিক-রিয়াদের ব্যাটে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শুরু

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট শুরু করেছে বাংলাদেশ। আগের দিনের পাঁচ উইকেটে ৩০৩ রান নিয়ে দিনের খেলা শুরু করেন সেঞ্চুরিয়ার মুশফিকুর রহিম ও আরেক অপরাজিত ব্যাটসম্যান মাহমুদ্দুল্লাহ রিয়াদ। সতর্কতার সাথে সফরকারী বোলারদের মোকাবেলা করছে দুই ব্যাটসম্যনই।

এর আগে প্রথম দিনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু সেই সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেনি বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাস। স্কোর বোর্ডে ১৩ রান তুলতেই বিদায় নেন ইমরুল কায়েস।

ব্যক্তিগত ৯ রানে জার্ভিসের বলে আউট হয়ে ব্যর্থতায় পরিচয় দেন আরেক ওপেনার লিটন দাস। টেস্টে অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারেননি মোহাম্মদ মিঠুন। মাঠে নেমে স্লিপে ক্যাচ প্র্যাকটিস করিয়ে সাজঘরে ফেরত যান তিনি। দলীয় ২৬ রানে নেই টপঅর্ডারের তিন ব্যাটসম্যান।

ইনিংস মেরামতের কাজে চতুর্থ উইকেটে অভিজ্ঞ মুমিনুলের সাথে জুটি বাঁধেন মুশফিক। দেখে শুনে ব্যাট চালিয়ে জিম্বাবুয়ের বোলারদের ওপর রাজত্ব করেন তারা।

মধ্যাহ্ন বিরতির পর আরোও সাবলিল হয় মুশফিক-মুমিনুলের ব্যাট। এক প্রান্ত আগলে রেখে টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি তুলে নেন রান খরায় থাকা মুমিনুল।

অন্যপ্রান্তে মুশফিকও খেলতে থাকেন তার নিজস্ব ভঙ্গিতে। ইনিংসের ৭৫তম ওভারে সিঙ্গেল নিয়ে টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। ততোক্ষণে স্কোর বোর্ডে রান আড়াই’শ ছাড়িয়েছে।

তবে দলীয় ২শ’ ৯২ রানে ঘটে ছন্দপতন। ব্যক্তিগত ১শ’ ৬১ রানে চাতারার বলে ব্রাইর চেরির হাতে ক্যাচ দিয়ে আউট হন মুমিনুল। ভাঙ্গে ২৬৬ রানের চতুর্থ উইকেট জুটি। এরপর নাইট ওয়াচম্যানের বোলিং তোপে তাইজুলও টেকেননি ক্রিজে। ৪ রান করে আউট হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *