মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ, অধ্যাপক মো. মাহাবুবুর রহমান ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি—– রাজিউন। শনিবার (৩ নভেম্বার) দুপুর সাড়ে ১২ টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।
মহাপরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের উপনেতা, ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা) আসনের সাংসদ সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।
ফুসফুস রোগে আক্রান্ত হয়ে গত ২৪ সেপ্টেম্বার থেকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
