ষ্টাফ রিপোর্টার # র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে¡ আজ রবিবার সকাল ৬টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন কাজীরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মাদকসহ বাবা-ছেলেকে আটক করেছে। আটককৃতরা হলো, ছেলে মোঃ কোরবান আলী বাবু (২০) এবং বাবা নূরুল আমিন কাজী(৫০)।
র্যাব সূত্র জানাগেছে, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮৯ ক্যান বিয়ার ও ১ বোতল বিদেশী মদসহ হাতেনাতে তাদের আটক করা হয়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে বিয়ার ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত বিয়ার ও বিদেশী মদসহ আটককৃত আসামীদেরকে শরীয়তপুর জেলার জাজিরা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে জাজিরা থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
