স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস এবং উৎসর্গ পরিবার এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপিং ক্যাম্প ও হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিং প্রোগ্রাম এর আয়োজন করাহয়। ১৬ ই ডিসেম্বর সারা দিন ব্যাপী ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রোগাম এর আয়োজন করে উৎসর্গ পরিবার এবং ডা: মিজানুর রহমান ও ফারজানা হক জনকল্যাণ ট্রাষ্ট। এ প্রোগ্রামে দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়। সহযোগিতা করেছেন মো: আক্তারুজ্জামান বিশ্বাস (সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আলিয়াবাদ ইউনিয়ন পরিষদ, ফরিদপুর) । রোগী দেখেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা: ফারজানা হক (এম বি বি এস, ঢাকা) ডা: আখিরুন (এম বি বি এস, ঢাকা) ডা: তানভীর মোরশেদ (এম বি বি এস, ঢাকা) । রোগীদের যে সকল চিকিৎসা দেওয়া হয়- ১. মেডিসিন, গাইনী, শিশুরোগ এর চিকিৎসা. ২. চর্ম রোগের চিকিৎসা। ৩. ডায়াবেটিস, বাত ব্যাথা ও সাধারণ চোখের চিকিৎসা। ৪. প্রত্যেক রোগীর রক্ত চাপ নির্ণয়। ৫. ডায়াবেটিস চেকআপ, ও হার্টের ইসিজি চেকআপ। ৬. লিভার/ জন্ডিস রোগীদের হেপাটাইটিস বি ভাইরাস নির্ণয় ও টিকা প্রদান। ৭. গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা।