মধুখালী প্রতিনিধি #
ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা বাস ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ফরিদপুরের মধুখালী থানা পুলিশ।
মধুখালী থানা ওসি ( তদন্ত) মো. সাইফুল আলম জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের উপ পরিদর্শক মো আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ঢাকা খুলনা মহা সড়কের রায়পুর ইউনিয়নের ছকড়িকান্দী পরিত্যাক্ত ইট ভাটায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করে।
আটককৃতরা হলো- মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামেরর চাদ আলি সেকের ছেলে রিপন সেক (৩০) নিশ্চিন্তপুর গ্রামের মৃত আজিত মোল্যার ছেলে জাকির মোল্যা (৩৫) অপরর জন জেলার সালথা উপজেলার আটঘর গ্রামের হাশেম মুন্সির ছেলে ফারুক মুন্সি (২৫) । এসময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি রড় ছোরা উদ্ধার করা হয়েছে। তাদের নামে মধুখালী থানায় ডাকাতি মামলা হয়েছে।
