মতিয়ার রহমান মিঞা, মধুখালী #
ফরিদপুরের মধুখালীতে ৩০ হাজার মার্কিন ডলারসহ ডলার পাচারকারী চক্রের ১ সদস্যকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। মধুখালী থানার ওসি ( তদন্ত) মো. সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের উপ পরির্শক মো হাবীবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ঢাকা খুলনা মহা সড়কের কামারখালী টোল প্লাজা এলাকায় ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো ব-১৪-৪৯৬৫) যাত্রিবাহী পরিবহনে বৃহস্পতিবার গভীর রাতে তল্লাসি করে ৩০ হাজার মার্কিন ডলারসহ ডলার পাচারকারী চক্রের সদস্য মো. আফসার কবিরাজ (৪০) কে আটক করেছেন । সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের মো. আনোয়ার কবিরাজের ছেলে।
