মধুখালী প্রতিনিধি #
ফরিদপুরের মধুখালী চিনিকলের আখবোঝাই ট্রলির চাপায় সিয়াম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত সিয়াম শ্রীপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে। সিয়াম শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর শিক্ষার্থী ছিল। বুধবার বেলা পৌনে ১২টার দিকে বাশতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, রাজাপুর আখ সেন্টার থেকে চিনিকলের দিকে যাওয়া আখবোঝাই একটি ট্রলি শিশু সিয়ামকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মারা যায় সিয়াম। শিশু সিয়ামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
