মতিয়ার রহমান মিঞা,মধুখালী ।
ফরিদপুরের মধুখালীতে আবুল হোসেন মিয়া ট্রাস্টের উদ্যোগে উপজেলার বিভিন্ন শ্রেণীর কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বার্ষিক বৃত্তি প্রদান করা হয়েছে ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মধুবন শপিং মলের তৃতীয় তলায় আবুল হোসেন মিয়া ট্রাস্টের চেয়ারম্যান আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম,প্রবিন রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী আঃ মালেক সিকদার,উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. আঃ হান্নান মোল্যা,হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)শেখ মুহম্মদ আলী,কাদিরদি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা,ডাঃ মুহাম্মাদ সুলতান আহম্মেদ ও শুক্লা ভৌমিক প্রমুখ ।
আলোচনা পরবর্তী কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সংবর্ধনার ফুল, সদনপত্র ও নগদ টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
অনুষ্ঠানে আবুল হোসেন মিয়া ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে ৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার থেকে ২ হাজার টাকা করে প্রায় লক্ষাধিক টাকা বিতরণ করা হয়েছে।