মতিয়ার রহমান, মধুখালী #
ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় মির্জা মোজাফফর মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। ২৭ অক্টোবর মধুখালী কেন্দ্রীয় ঈদগাহে মো. আব্দুর রহমান এম.পি’র অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু। সাধারন সম্পাদক রেজাউল হক বকুর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আ’লীগের সহ সভাপতি রতন বিশ্বাস, আঃ ছালাম মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মো. ইলিয়াছ মিয়া, এ্যাড. আলিউজ্জামান খোকন, শহিদুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক এম.এম বাবুল আক্তার, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী মিয়া, সাধারন সম্পাদক মির্জা আকতারুজ্জামান খোকন, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষনা সম্পাদক শাহ মো. ফারুক হোসেন, সহ দপ্তর সম্পাদক আঃ রাজ্জাক রাজা, সহ প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, কোরকদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান খানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী নির্বাচনে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষনা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করা হয়।
