এক্সক্লুসিভ রাজনীতি

ভাঙ্গায় সাবেক এমপিকে চ্যালেঞ্জ- আওয়ামী লীগের দুই নেতার প্রার্থীতা ঘোষনা

বিশেষ প্রতিবেদক #
ফরিদপুর-৪ (চরভদ্রাসন-ভাঙ্গা-সদরপুর) আসনে আওয়ামী লীগের রাজনীতিতে নতুন মেরুকরনের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি কাজী জাফরউল্যাহ’র বিপক্ষে অবস্থান নিয়েছেন দলের বড় একটি অংশ। এরই অংশ হিসাবে ফরিদপুর-৪ আসনে দলের মনোনয়ন চেয়ে প্রচারনা চালাচ্ছেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েত উল্যাহ সাকলায়েন এবং সাধারন সম্পাদক ফাইজুর রহমান। গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতিতে এ দুনেতা উপস্থিত থেকে এ ঘোষনা দেন। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফাইজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এমন ঘোষনা দেয়া হয়। উপজেলা আওয়ামী লীগের এ দু প্রভাবশালী নেতার প্রার্থীতা ঘোষনায় বেশ আলোড়নের সৃষ্টি হয়েছে। সমাবেশে আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েত উল্যাহ সাকলায়েনসহ বক্তারা বলেন, গত নির্বাচনে কাজী জাফরউল্যাহ বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর কাছে পরাজিত হন। এরপর থেকে সে দলীয় ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিএনপি-জামাত নেতাদের কাছে টেনে নেন। ফলে নানাভাবে উপেক্ষিত হতে থাকে দলের নেতা-কর্মীরা। এমনকি বিগত দিনে যারা আওয়ামী লীগের জন্য জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করেছে জাফরউল্যাহ। বক্তারা বলেন, ফরিদপুর-৪ আসনে নৌকার মাঝি পরিবর্তন করতে হবে। নৌকার মাঝি পরিবর্তন না করা হলে আবারো নৌকার প্রার্থীও ভরাডুবি হবে। সভাপতি কাজী হেদায়েত উল্যাহ সাকলায়েন বলেন, নৌকার মাঝি পরিবর্তন এখন সময়ের দাবী। আমি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে দলের মনোনয়নপত্র কিনবো। আমি এবং সাধারন সম্পাদক ফাইজুর রহমানও দলের মনোনয়ন চাইবে। দলের সভানেত্রী আমাদের দুইজনের মধ্যে যাকেই মনোনয়ন দেবেন আমরা তার জন্য কাজ করবো। সাধারন সম্পাদক ফাইজুর রহমান বলেন, ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগে এখন দুঃসময় চলছে। প্রভাবশালী একনেতার কারনে আওয়ামী লীগের রাজনীতি চলে গেছে স্বতন্ত্র এমপির কাছে। সেই প্রভাবশালী নেতার কারনে আওয়ামী লীগের বেশীর ভাগ নেতা-কর্মী স্বতন্ত্র এমপির সাথে মিশেছেন। আওয়ামী লীগের এই দুরবস্থা কাটিয়ে উঠতে হলে নৌকার মাঝি পরিবর্তনের কোন বিকল্প নেই। তিনি বলেন, তার বিরুদ্ধে ভাঙ্গায় হেফাজত ইসলামের মারামারির ঘটনায় মামলা দেয়া হয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী একনেতার ইন্ধনে। তিনি এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *