বোয়ালমারী অফিস #
বর্তমান সরকার দেশের শিক্ষা ক্ষেত্রকে আধুনিক ও যুযোপযুগি করার লক্ষে কাজ করে চলছে। আর এই কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক মানের বহুতল ভবন, ডিজিটালাইস্ট শ্রেনী কক্ষসহ মানসম্মত সকল ধরনে শিক্ষা উপকর প্রদান করছে। যা ইতিপূর্বে কোন সরকার করতে পারেনি। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার রাষ্ট্রিয় ক্ষমতায় ছিলো বলেন এটা সম্ভব হচ্ছে।
শনিবার বিকালে ফরিদপুরে বোয়ালমারী সরকারি ডিগ্রী কলেজের ছয়তলা নতুন ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের সময় এ কথা বলেন, ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুস ছত্তার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা মিয়া, পৌর মেয়র মোজাফফর হোসেন বাবলু, ইউএনও ঝটন চন্দ, আওয়ামী লীগের সাধারন সসম্পাদক শাহজাহান মৃধা পিকুল প্রমুখ ।
মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নের জেলা শিক্ষা প্রকৌশল বিভাগ ৬ কোটি ৯৫ লক্ষ ৪৪ হাজার টাকা ব্যয়ে ছয় তলার একাডেমিক ভনের নির্মাণ করা হচ্ছে।
