বোয়ালমারী

বোয়ালমারীর ইউএনওর হস্তক্ষেপে ৩ বছর পর ভাতা পেলেন উপকারভোগী

আমীর চারু বাবলু, বোয়ালমারী # ফরিদপুরের বোয়ালমারীর নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের হস্তক্ষেপে ৩ বছর পর মাতৃত্বকালীন ভাতা পেলেন এক উপকার ভোগী। বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামের আবুল খায়ের শেখের স্ত্রী রোজিনা বেগমের নামে ২০১৭ খ্রিস্টাব্দে মাতৃত্ব কালিন ভাতা বরদ্দ হলেও বিষয়টি জানতেন না রোজিনা বেগম। সম্প্রতি বিষয়টা জানতে পেরে ফরিদপুূর জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিলে বিষয়টির তদন্তভার অর্পণ করা হয় ইউএনও বোয়ালমারীর উপর। তিনি তড়িৎ পদক্ষেপ নিয়ে জানতে পারেন উপকার ভোগীর টাকা ব্যাংক হিসাবে জমা রয়েছে। তাৎক্ষণিক ভাবে উপকারভোগীর নামে নতুন বই ইস্যু করে তার টাকা উত্তোলনের ব্যবস্থা করেন তিনি। উপকারভোগীর নামে ৩ বছর আগে ভাতা বরাদ্দ হলেও কেনো সে জানতে পারেনি এ ব্যাপারে তদন্ত চলছে। কারো গাফলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝেটন চন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *