

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি # ফরিদপুরের বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন স্বাস্থ্য বিধি মেনে স্বল্পপরিসরে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ বৃক্ষরোপণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। ২৭ জুলাই সোমবার সকাল ১০ টায় উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর ঈদগাহ মাঠে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করা হয়। এরপর বাকি ১০ টি ইউনিয়নে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করেন উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের আওয়ামীলীগ এবং স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি কামরুল সিকদার, সাধারণ সম্পাদক মো. ইদ্রিস শরীফ, সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর রহমান তুষার, প্রচার সম্পাদক শেখ মো. আনিসুজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক সহিদ মিয়া, মিশকাত হোসেন, মো. সাইফুল ইসলাম, এ কে আজাদ মুক্ত প্রমুখ। এছাড়া বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।