বোয়ালমারী অফিস #
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নে বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে হৃদয় মোল্যা (১৯) নামে এক বখাটেকে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এ কারাদন্ড প্রদান করেন। হৃদয় মোল্যা ওই ইউনিয়নের কুমরাইল গ্রামের মোতাহার মোল্যার ছেলে। সে পাশের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্র। আদালত সূত্রে জানা যায়, হৃদয় তার প্রতিবেশি ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছিল। এ ছাড়া ওই ছাত্রীর ছবি দিয়ে হৃদয়ের ফেসবুক আইডিতে আপত্তিকর মন্তব্য করে আসছিল। পরে বিষয়টি ওই ছাত্রী নিজে সহকারী কমিশনার (ভূমি) কে লিখিত ভাবে জানালে তিনি শনিবার দুপুর ১টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। অভিযোগের সত্যতা পেয়ে হৃদয়কে আটক করে ঘটনাস্থলেই আদালত বসিয়ে দন্ড বিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন। তাকে শনিবার বিকেলে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়।
