বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি #
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌর এলাকার গুনবহা থেকে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রামদা, ছুরি, কাটার, শাবল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো ডাকাত সর্দার আলমগীর হোসেন (৪০), রমজান সিকদার (৩৯), আবুল কালাম আজাদ (৪২) ও তারিকুল ইসলাম রিপ্পার (৩৩)। তাদের নামে বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, মাদক, ছিনতাই চুরিসহ ৩৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বোয়ালমারী থানার ওসি আমিনুর রহমান জানান, গোপন সুত্রে খবর পেয়ে গুনবহা গ্রামের জনৈক রাহাদুল আক্তার তপনের বাড়ীর পেছনের বাঁশ বাগানে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ধাওয়া করে চার জনকে আটক করা হয়। এ ঘটনায় আটকৃতদের নামে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা হয়। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
