বোয়ালমারী অফিস # ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ ২০ মামলার আসামী, মাদকের গডফাদার কাইয়ূম মোল্লাকে ১০২ পিস ইয়াবাসহ আটক করেছে। থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসানের নেতৃত্বে পুলিশ শনিবার রাত ১০টার দিকে স্থানীয় রেল স্টেশনের সামনে থেকে তাকে আটক করে। পুলিশের উপপরিদর্শক দীপংকর স্যানাল বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নং ০৯। রোববার কাইয়ূমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। কাইয়ুম মোল্লা পৌর সদরের ছোলনা গ্রামের বাদশা মোল্লার ছেলে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, ফরিদপুর জেলা পুলিশের তালিকাভূক্ত এক নম্বর পেশাদার মাদক ব্যবসায়ী সে। বোয়ালমারীসহ অন্যান্য থানায় তার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে।
