কামরুজ্জামান সোহেল। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনেকটা নাটকীয়তার মধ্যদিয়ে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাংবাদিক সেলিম রেজা লিপন। লিপনের মনোনয়ন পাওয়ায় ‘চমক’ হিসাবে দেখছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। যদিও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চুড়ান্ত তালিকায় সেলিম রেজা লিপনের নাম যায়নি কেন্দ্রে। তবে জেলা আওয়ামী লীগ নেতাদের সুপারিশে কেন্দ্রে নিজেই দলীয় মনোনয়পত্র কেনেন লিপন। সাংবাদিক নেতা লিপনের দলীয় মনোনয়ন পাওয়ায় বেশ খুশি আওয়ামী লীগের বড় একটি অংশ। তবে, হতাশ হয়েছেন দলের আরেকটি পক্ষ। যারা লিপনের বিরোধীতা করেছিলেন। নির্বাচনে আ’লীগ থেকে মেয়র পদে ৮ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বোয়ালমারী উপজেলা ও পৌর আওয়ামীলীগ গত ৬ ডিসেম্বর বর্তমান মেয়র মো.মোজাফফর হোসেন বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাসানুজ্জামান মিয়া মুকুল এবং পৌরসভার চতুল ৮ নং ওয়ার্ড সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সাফুর নাম চূড়ান্ত করে জেলার মাধ্যমে কেন্দ্রে পাঠিয়েছিলেন। এছাড়া আরো দুই মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা লিপন ও জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক লিটন মৃধা আওয়ামীলীগের জেলা কমিটির সুপারিশসহ ব্যক্তিগত উদ্যোগে নাম কেন্দ্রে পাঠান এবং দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক পৌরমেয়র ও বিএনপি নেতা আ. শুকুর শেখ। বর্তমান মেয়র মোজাফফর হোসেন বাবলু স্বতন্ত্র হিসাবে নির্বাচন করবেন বলে জানা গেছে। গত নির্বাচনে মোজাফফর হোসেন বাবুল নৌকার প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি প্রার্থী হলে আওয়ামী লীগ থেকে বহিস্কার হবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। মোজাফফর হোসেন বাবলু বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন মুশা মিয়ার আপন ভাই।
শুক্রবার রাতে পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা লিপনের প্রার্থিতা ঘোষণা করেছে। আগামী ১৬ জানুয়ারি বোয়ালমারী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
